সান্তা ক্লজ এমন একধরনের রূপকথার চরিত্র যিনি খ্রিস্টমাস(বড়দিন) এ সারা বছরে ভালো ব্যবহার করা বাচ্চাদের উপহার দেন। টুথ ফেয়ারিও (দাঁতের পরী) এমনই একপ্রকার রূপকথার চরিত্র যারা ভালো বাচ্চাদের (Good kids) দাঁত পড়ে যাওয়ার পর সেটা নিয়ে যাওয়ার বদলে বাচ্চাদের উপহার দিয়ে যায়। এছাড়াও এমন বিভিন্ন রূপকথার গল্পতেও ( যেমনঃ লাল পরী-নীল পরী, গোপী গাইন - বাঘা বাইন, আলাদিন প্রভৃতি) এরকম ভালো বাচ্চাদের উপহার দেওয়ার উদাহরণ রয়েছে।