কজন পোপের পালকসুলভ (pastoral) দৃষ্টিভঙ্গি মানে হলো বিশ্বাসীদের আত্মিক চাহিদা পূরণে সহানুভূতি, দিকনির্দেশনা এবং তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সেবা প্রদান। এর বিপরীতে, কূটনৈতিক (diplomatic) দৃষ্টিভঙ্গি মানে হলো সরকার, অন্যান্য ধর্ম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা ও পরিচালনার মাধ্যমে চার্চের স্বার্থ ও প্রভাব বজায় রাখা।